Please wait...
This is logo

নোটিশ
rupsaahs.txt egebey1453
প্রধান শিক্ষকের বানী

প্রধান শিক্ষকের বানী

প্রধান শিক্ষকের বানী

বর্তমান যুগ বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তির উৎকর্ষের যুগ।আধুনিক বিশ্বের সকল ক্ষেত্রে বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি পালন করছে জাদুর কাঠির মতো বিস্ময়কর ভূমিকা। শিক্ষা ক্ষেত্রে বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তির ব্যবহার ইতোমধ্যেই বিশ্বব্যাপী বিরাট আলোড়নের সৃষ্টি করেছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার এদেশের শিক্ষা ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তির ব্যবহারকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে অভিন্ন নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার ব্যাপারে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে সরকারের আহ্বানে সাড়া দিয়ে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান ইতোমধ্যে বিজ্ঞান ভিত্তিক শিক্ষা উপকরণ ও তথ্য-প্রযুক্তির ব্যবহার শুরু করেছে তাদের মধ্যে রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় অগ্রগণ্য। ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানে ইতোমধ্যে বেশ কয়েকটি স্মার্ট ক্লাস রুম স্থাপন করা হয়েছে। এছাড়াও স্কুলের একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ডকে আরো গতিশীল ও তথ্য-প্রযুক্তি বান্ধব করার লক্ষ্যে একটি সমৃদ্ধ ওয়েব সাইট চালু করার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের ক্ষেত্রে উল্লিখিত তথ্য-প্রযুক্তি কেন্দ্রিক কার্যক্রম সম্পন্ন করায় আমি অত্র স্কুলের প্রধান শিক্ষক হিসেবে অত্যন্ত আনন্দিত। এসব কার্যক্রমের মাধ্যমে রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড আরো বেগবান হবে বলে আমি আশাবাদী। শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের সাথে সম্পৃক্ত সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদান্তে  মোহাম্মদ আকরামুল হক প্রধান শিক্ষক রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়